উলুবেড়িয়া উড়ালপুল জোড়ার দিন নিয়ে নতুন করে সমস্যা


শনিবার,২২/০৬/২০১৯
491

হাওড়া,উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় উড়ালপুল জোড়া নিয়ে জট কাটল না। অনেক টানাপোড়েনের পর আগামী ২৯ শে জুন উড়ালপুলের দু’টি প্রান্ত জোড়া দিনক্ষণ ঠিক হলেও তা আবার পিছিয়ে যেতে চলেছে। দক্ষিণ পূর্ব রেল জানিয়ে ছিল আগামী ২৯ জুন রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রেখে কাজ হবে।যে ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে তার মধ্যেই উড়ালপুলের দুটি মুখ জোড়ার কাজ শেষ হয়ে যায় বলে জানিয়েছিল।২০১৫ সালে উলুবেড়িয়ায় উড়ালপুলের কাজ শুরু হয়। সিংহভাগ কাজ হয়ে গেছে বাকি রেলের অংশটুকু জোড়া নিয়ে রেল ও পূর্ত দপফরের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলতে থাকে। প্রায় দেড় বছর কাজ বন্ধ থাকার পর রেলের ফাঁকা অংশটুকু জোড়ার জন্য রেলের আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছিলেন আগামী ২৯ জুন ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রেখে ফাঁকা অংশ টুকু সম্পূর্ণ কাজ হয়ে যাবে। রেলের সিদ্ধান্তের পর পূর্ত দফরের আধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। উড়ালপুল জোড়ার জন্য বিভিন্ন বিষয়ে সাবধানতা কিভাবে কাজটি সম্পন্ন করা হবে এবিষয়ে আলোচনা হয়।

উড়ালপুল জোড়ার জন্য ২৯ জুন পরিবর্তে ৬ জুলাই ট্রেন চলাচল বন্ধ রেখে কাজটি সম্পন্ন করা হবে বলে পূর্ত দফতরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক সঞ্জয় ঘোষ জানান রেলের তরফ থেকে ২৯ জুন রেল বন্ধ রাখার নির্ধারিত সময়ে করা হলেও পূর্ত দফতর ৬ জুলাই দিন চেয়েছে বলে আমি শুনেছি। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আবেদন পত্র এসে পৌঁছায়নি। আসলে আগাম প্রস্তুতি নিয়ে যাত্রীদের সুবিধার্থে জন্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট