মেহুল চোকসির নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে জানিয়ে দিল অ্যান্টিগা


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
303

মেহুল চোকসির নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে জানিয়ে দিল অ্যান্টিগা , শিগগরই তাকে ফেরানো হবে ভারতে, ভারতে তাঁকে যাতে আর না ফিরতে হয়, তার জন্য যতই চেষ্টা চালান না কেন, সমস্যা বাড়ছে ফেরার হিরে ব্যবসায়ী মেহুল চোকসির কাছে। অ্যান্টিগার ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন অ্যালফান্সো ব্রাউনি জানিয়েছেন যে চোকসির নাগরিকত্ব শিগগিরই কেড়ে নেওয়া হবে কারণ এমন অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত কাউকে তাঁর দেশ আশ্রয় দেবে না।পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৪,০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জানিয়ে দেন যে ভারতে ফেরার ধকল তিনি নিতে পারবেন না। এর জবাবে চোকসিকে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। আইনি রক্ষাকবচের মেয়াদ ফুরোলেই তাঁর অ্যান্টিগার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাউনি।সুত্রের খবর চোকসির কান্ডনিতি নিয়ে ফের আগামি মাসেই অ্যান্টিগার আদালতে

শুনানি রয়েছে।ভারতীয় আইনকে ফাঁকি দেওয়ায় তাঁর আইনি আত্মরক্ষার অধিকারও কেড়ে নেওয়া হতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট