NDA -র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ২০,০০০ কোটির কেলেঙ্কারির অভিযোগ


শনিবার,২৯/০৬/২০১৯
356

মহারাষ্ট্র: এবার NDA -র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ২০,০০০ কোটির কেলেঙ্কারির অভিযোগ।মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুধে এই দুর্নীতির অভিযোগ।এর আগে রাজ্যের রাজস্বমন্ত্রী চন্দ্রকান্ত পাতিলের বিরুদ্ধে ৩৪০ কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।এবার সেরকমি অভিজোগ উঠল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের গায়ে।এই মুখ্যমন্ত্রীর হাতে দায়িত্ব ছিল নগরোন্নয়ন কেন্দ্র।তাই এই দফতরের বিরুদ্ধে জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলল বিরোধীরা।এক্ষেত্রে দুর্নীতির পরিমাণ ২০,০০০ কোটি টাকা বলে বিরোধীদের দাবি। যদিও এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী।এদিন বিধানসভায় জমি দুর্নীতির অভিযোগ তোলেন এনসিপি নেতা জয়ন্ত পাতিল।তাঁর অভিযোগ, গরিবদের আবাসন নির্মাণের জন্য নির্ধারিত বিপুল পরিমাণ জমি দেশের মুষ্টিমেয় কিছু শিল্পপতি পরিবার এবং বৃহৎ নির্মাণ সংস্থার হাতে তুলে দিয়েছে মহারাষ্ট্র সরকার।

এর গোটা প্রক্রিয়ার মধ্যে বিপুল দুর্নীতি হয়েছে বলে তাঁর অভিযোগ।১৯৭৬ সালের আরবান ল্যান্ড (সিলিং অ্যান্ড রেগুলেশন) আইন সরল করার জন্য রাজ্য মন্ত্রিসভার কাছে সুপারিশ করেছিল নগরোন্নয়ন দফতর। লোকসভা নির্বাচনে এই বিষয়ে সবুজ সংকেত দেয় রাজ্য মন্ত্রিসভা। আর সরকারের এই সিদ্ধান্তের মধ্যে দুর্নীতির আভাস পাচ্ছে বিরোধীরা। এনসিপি নেতা জয়ন্ত পাতিলের অভিযোগ, ‘এটি ২০,০০০ কোটি টাকার দুর্নীতি। এই আইন সংশোধনের মাধ্যমে গরিবদের গৃহ নির্মাণের জন্য চিহ্নত জমি আসলে ধনীদের কাছে পার্সেল করা হল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট