৬০ তম বর্ষে আলিপুর ৭৮ পল্লীর ভাবনা “বিশ্রাম”


রবিবার,৩০/০৬/২০১৯
496

কলকাতা :  রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা হয়ে গেল আলিপুর 78 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির। আলিপুর 78 পল্লী সার্বজনীন দুর্গোৎসব এবার ষাটে পা দিতে চলেছে। এ বছর এই দুর্গোৎসব এর থিম “বিশ্রাম”। দক্ষিণ কলকাতার এই দুর্গোৎসবে প্রতিবছরই থাকে থিমের চমক । ব্যতিক্রম ঘটেনি এবারও। এবছর যেহেতু ৬০-এ পা দিতে চলেছে এই দুর্গোৎসব তাই বিশেষ নজর কাড়তে চলেছে এবারের ভাবনা। হীরক জয়ন্তী বর্ষে আলিপুর ৭৮ পল্লী সার্বজনীন দুর্গোৎসবের বিশ্রাম ভাবনার সমগ্র পরিকল্পনায় অভিজিৎ ঘটক।আবহ সঙ্গীতে গৌতম ব্রহ্ম।

পুজো কমিটির সম্পাদক সৌরভ মজুমদার ও পুজো কমিটির সভাপতি বিপ্লব মিত্র এবারের এই থিম নিয়ে প্রত্যাশা করছে অনেকখানিই। এবারের দুর্গোৎসবে দক্ষিণ কলকাতায় বাজিমাত করবেন তারাই, এমনটাই প্রত্যাশা করছেন পুজো কর্তারা।

রবিবার মেঘলা আবহাওয়ার মধ্যে আড়ম্বরতার সঙ্গে পালিত হলো খুঁটি পুজোর অনুষ্ঠান। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এলাকার মানুষের উপস্থিতিও ছিল নজরকাড়া।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট