আন্দোলনে পথে নামল অ্যাপ ক্যাবের চালকরা, ট্যাক্সির একাংশও


মঙ্গলবার,০২/০৭/২০১৯
545

কলকাতা : অ্যাপ ক্যাব কোম্পানির নীতিবহির্ভূত পলিসি ও শোষণের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামলেন চালকরা। গত দুদিন ধরে শহর শহরতলীতে তারা আন্দোলনে সামিল হয়েছেন। সেই সঙ্গে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা। এই আন্দোলনের জেরে গুরুত্বপূর্ণ দুটি রেল স্টেশন হাওড়া ও শিয়ালদহে হাতেগোনা ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাব। এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। বালিগঞ্জে ওলা উবের চালকরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। অ্যাপ ক্যাব কোম্পানি তাদের নীতি পরিবর্তন না করলে অনশনে নামার হুশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

এই আন্দোলনে রাজ্য সরকারকে তারা পাশে পাবেন বলে আশা প্রকাশ করেছেন। রাজ্য পরিবহন দপ্তর অ্যাপ ক্যাব কোম্পানিকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে বলে মনে করেন তারা। এদিকে অল ইন্ডিয়া অনলাইন ক্যাব ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনেরর আন্দোলনকে নৈতিক সমর্থন জানালো কলকাতা অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন। দু’দিনব্যাপী যে প্রতীকী অনশন অবস্থান আন্দোলন প্রক্রিয়ার ডাক দিয়েছে এই সংগঠন তা সত্যিই এক বলিষ্ঠ মানসিকতার পরিচয় বলে মনে করেন সংগঠনের বিজ্ঞানী প্রামানিক। তিনি বলেন, পরিষেবাকে অব্যাহত রেখে সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে অ্যাপ ক্যাব কোম্পানির নীতি বহির্ভূত পলিসি ও শোষণের বিরুদ্ধে সরকারি হস্তক্ষেপ দাবি করে এবং এক সঠিক মীমাংসার দাবিতে আন্দোলনে সামিল হল। এই আন্দোলন কে আমরা সমস্ত AIOCOWA র সদস্য বৃন্দ দ্বিধাহীনভাবে নৈতিক সমর্থন জানালাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট