আজ রথযাত্রা, পুরীতে লাখো লাখো ভক্তের সমাগম


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
426

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আজ রথযাত্রা ওড়িশার পুরীতে লাখো লাখো ভক্তের সমাগম।  রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা  মূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে বাহির করা হয়। তারপর তিনটি সুসজ্জিত রথে কোনো কোনো স্থলে একটি সুসজ্জিত সুবৃহৎ রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম হয়। এই বছরেও আজ সকাল থেকে লাখো লাখো ভক্ত ভীড় জমিয়েছে পুরীতে। আজ রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর মন্দির।

 

সারাবছর ধরে হাজার হাজার ভক্তরা অপেক্ষা করেন এই দিনটির জন্য। এছাড়া অনেকের মতে গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ।রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পূণ্য লাভ হয়। রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। প্রতি বছর জগন্নাথদেরের স্মরণে এই উৎসব পালিত হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট