মেদিনীপুরের মিত্র কম্পাউন্ড কালী মন্দির কমিটির উদ্যোগে রথযাত্রা


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
566

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুরের মিত্র কম্পাউন্ড কালী মন্দির কমিটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় এবং উৎসাহের সঙ্গে বার হলো রথ। বৃহস্পতিবার মিত্র কালী মন্দির থেকে রথের দড়িতে টান পড়ে। সম্পুর্ন মহিলা পরিচালিত এই রথযাত্রার উদ্যোক্তা মাতৃ সংঘ।

এদিন বিকেলে হাজার খানেক ভক্ত বৃন্দ সহযোগে রথযাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ এবং ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌ রায়। কালী মন্দির থেকে বেরিয়ে মিত্র কম্পাউন্ড, বিধাননগর, শরৎপল্লী , ডাকবাংলো ঘুরে পুনরায় মিত্র কালী মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় এই রথযাত্রা।

এদিকে প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় মেদিনীপুর জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পরিচালনায় রথযাত্রা শহর পরিক্রমা করে। জগন্নাথ , বলরাম , সুভদ্রা এবং নন্দী ঘোষের রথ এর সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা নজর কাড়ে । রথ দেখতে রাস্তায় ছিল মানুষের ঢল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট