ধর্মের ভিত্তিতে কাউকে সন্ত্রাসবাদী বলা ঠিক নয় : মমতা বন্দ্যোপাধ্যায়


শনিবার,০৬/০৭/২০১৯
581

খাগড়াগড়ের মতো ঘটনায় ব্যবস্থা নিক কেন্দ্র, তা বলে মাদ্রাসাগুলিকে জঙ্গিদের আঁতুড়ঘর বলাটা ঠিক নয়। বিধানসভায় পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এদিন একটি এক অনুষ্ঠানে ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে মত প্রকাশ করলেন।বর্ধমান ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি মাদ্রাসায় জঙ্গি-চাষের অভিযোগ তুলেছে কেন্দ্র। মঙ্গলবার সংসদে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। শুক্রবার বিধানসভায় এবিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশ্নোত্তর পর্বে পালটা জবাব দিতে গিয়ে খাগড়াগড়ের ঘটনাকে টেনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা,খাগড়াগড়ের মতো ঘটনা হলে ব্যবস্থা নিক কেন্দ্র ৷

তবে এজেন্সি দিয়ে সব দফতরে চিঠি পাঠানো ঠিক নয় ৷২৮ জুন কেন্দ্র রাজ্যকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল যে মুর্শিদাবাদ ও বর্ধমানের মাদ্রাসাগুলিতে ধর্মীয়পন্থা শেখানো হয় কিনা, কিন্তু রাজ্য ওই অভিযোগ অস্বীকার করলেও ২ জুলাই সংসদে ফের সে কথাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্ প্রতিমন্ত্রী

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,‘সব ধর্মের মানুষের মধ্যেই সন্ত্রাসবাদী, সমাজবিরোধীরা রয়েছে ৷ মার্কিন স্বরাষ্ট্র দফতরের তালিকায় ভিএইচপিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ ধর্মের ভিত্তিতে কাউকে সন্ত্রাসবাদী বলা ঠিক নয় ৷ ধর্মের ভিত্তিতে ভাগাভাগি ঠিক নয় ৷এদিন শিশির মঞ্চে একটি আলোচনাসভায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও ধর্মীয় ভেদাভেদ নিয়ে তিনি বলেন, ‘সংবিধানে বিভিন্ন ধর্মের মানুষের যে স্থান, তারমধ্যে পার্থক্য থাকা উচিত নয়। কিন্তু যখন শুনি যে রিকস চালককে কিছু একটা বুলি আওড়াতে বলা হচ্ছে, তিনি বুলি আওড়ালেন না বলে তাঁর মাথায় লাঠি পড়ল…রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে আনতে হল! আমরা যদি এরকম একটা জায়গার এসে পৌঁছে থাকি, তাহলে আমাদের মানবাধিকার নিয়ে অবহিত হওয়া উচিত। আমরা যেন শুধু নিজের জন্য না ভেবে, অপরের জন্যেও একসঙ্গে দাঁড়াতে পারি।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট