৪ মাওবাদী শনিবার ছত্তীসগঢ়ের ধমতরীতে এনকাউন্টারে নিহত


রবিবার,০৭/০৭/২০১৯
475

৪ মাওবাদী শনিবার ছত্তীসগঢ়ের ধমতরীতে এনকাউন্টারে নিহত হয়েছে পুলিশের হাতে। তার মধ্যে ৩ জন ছিলো মহিলা সদস্য। পুলিশ
সূত্রে খবর, এদিন খল্লারি ও মেচকা গ্রামের মাঝের জঙ্গলে মাও-বিরোধী অভিযান চলার সময় স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মারা পড়ে ওই চার মাওবাদী। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে, মাওবাদীরা ঝাড়খণ্ডে জ্বালিয়ে দিয়েছে দু’টি খালি ট্রাক। পুলিশ সূত্রে খবর, ১২ জনের একটি মাওবাদী দল দু’টি ট্রাকে আগুন দেয়।

তারা নিষিদ্ধ ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের সদস্য। আগুন দেওয়ার আগে ওই দু’টি ট্রাকের চালককে মারধর করে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গঢ়বা জেলায়, বৃহস্পতিবার গভীর রাতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট