জবাব দিতে হাউইৎজার গোলা কেনার পরিকল্পনাও করেছে ভারতীয় সেনা


সোমবার,০৮/০৭/২০১৯
403

সীমান্ত এলাকাতে শত্রুপক্ষের হামলার সঠিক জবাব দিতে হাউইৎজার গোলা কেনার পরিকল্পনাও করেছে ভারতীয় সেনা।জনবহুল স্থানে অতিরিক্ত ক্ষয়ক্ষতি না ঘটিয়ে শত্রুপক্ষের সঠিক নিশানা ভেদ করতে আমেরিকান হাউইৎজার অস্ত্রসম্ভার কেনার সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা। এক্সক্যালিবার প্রযুক্তি সমৃদ্ধ এই গোলা ৫০ কিমি দূরত্বের লক্ষ্যভেদ করতেও সক্ষম।পুলওয়ামা হামলা পরবর্তী অধ্যায়ে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় জরুরি ভিত্তিতে এই অস্ত্র সম্ভার জোগাড় করতে উদ্যোগী হয়েছে সেনা।

বিশেষ করে পাক মর্টার বর্ষণের শিকার সীমান্তে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে বহাল করা বাহিনীর হাতে এই অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গিয়েছে, জিপিএস নিয়ন্ত্রণাধীন হাউইৎজার গোলার এই সংস্করণ শূন্যে যেমন বিস্ফোরণ ঘটাতে পারে, তেমনই শত্রুপক্ষের বাংকারের ভিতরে প্রবেশ করেও আঘাত হানতে পারে। এই গোলা নিক্ষেপকারী বিশেষ এম-৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজার কামান কেনার সিদ্ধান্তও নিয়েছে সেনাবাহিনী। সম্প্রতি অস্ত্র সম্ভার কেনার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে সবিস্তারে জানিয়েছে সেনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট