ঝাড়গ্রাম : দিনভর আইন শৃঙ্খলা সামলানো তাঁদের কাজ। আবার কখনও হাতে বন্দুক বা লাঠি নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকা। ডিউটির মাঝে এমনি ভাবে যেন হাঁফিয়ে উঠেন তাঁরা। অত্যধিক কাজের ‘চাপ’ থেকে মুক্তি দিতেই যোগ-ব্যায়ামে ডুব দিয়েছেন পুলিশরা। ঝাড়গ্রাম জেলার অফিসার থেকে শুরু করে পুলিশ কর্মীদের গত বুধবার থেকে শুরু হয়েছে যোগ-ব্যায়ামের প্রশিক্ষণ। আগামী এক সপ্তাহ ধরে চলবে এই প্রশিক্ষণ।
দিনভর কাজের ‘চাপ’ থেকে মুক্তি পেতেই যোগ-ব্যায়ামে পুলিশ
বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
570