Realme ভারতে লঞ্চ করতে চলেছে আর এক নতুন ফোন Realme 3i


শুক্রবার,১২/০৭/২০১৯
1069

Realme ভারতে লঞ্চ করতে চলেছে আর এক নতুন ফোন Realme 3i। 15 জুলাই ফোনটি লঞ্চ হবে বলে জানয়েছেন Realme। ই-কমার্স কোম্পানি আনুযায়ী, শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যে এই ফোনের প্রথম টিজার প্রকাশ করল Flipkart। সেখান থেকে ফোনের পিছনের একটি ছবি এবং একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। ছবিতে ফোনের পিছনে ডায়মন্ড কাট ডিজাইন দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Flipkart-এ প্রকাশিত টিজারে এই ফোনের কিছু স্পেসিফিকেশন যানা গিয়েছে, সেখান যানা গিয়েছে Realme 3i ফোনে থাকবে 6.22 ইঞ্চির Full HD নচ ডিস্প্লে যার রেসুলেশন হবে 1520×720 পিক্সেল। ফোনেটি চলবে Android Pie অপারেটিং সিস্টেম-এর উপর। ফোনে থাকবে MediaTek Helio P60 চিপসেট। আর যানা গেছে ফোনে ব্যবহার করা হবে 4,230 mAh-এর বড়ো ব্যাটারি।

https://www.youtube.com/watch?v=i3ocmFu6Kew

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট