ভারতে প্রবেশ করল চিনা সেনা !


শনিবার,১৩/০৭/২০১৯
747

ফের ডোকলাম কাণ্ডের অভুথ্যানের পুনরউত্থনের পরিপেক্ষিতে ভারতে প্রবেশ করল চিনা সেনা ! দু’বছর পর ফের মুখোমুখি ভারত-চিন সেনা । তবে এবার চিনা সেনা ভারতে ঢুকল জম্মু ও কাশ্মীরের লেহ-লাদাখ এলাকায়। এই চিনা জওয়ানরা হাতে চিনের পতাকা নিয়ে লাদাখের দেমচক গ্রামে প্রবেশ করেন। আর সেই ছবি ভাইরাল হল সংবাদমাধ্যমের মাধ্যমে। সূত্রের খবর, লাদাখের দেমচক গ্রামের তিব্বতি বাসিন্দারা ৬ জুলাই দলাই লামার জন্মদিন উদযাপন নিয়ে ব্যস্ত থাকাকালীন আন্তর্জাতিক সীমানা লঙ্গণ করে ঢোকে চিনা সেনা। দেমচকের পঞ্চায়েত প্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর দেয়। তবে এর আগে ডোকলামে ভুটানের এলাকায় চিনা সেনাবাহিনীর অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ সময় ধরে চাপান-উতোর চলেছিল ভারত আর চিনের মধ্যে। সেনাদের বক্তব্য মতো, সাধারণ পোশাকে গাড়ি নিয়ে ভারতের সীমান্ত এলাকায় প্রবেশ করে চিনা সেনা। আরও দাবি তাদের সেনাদের কাছে কোনও বন্দুক ছিল না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট