হাস্যকর টুইট পোস্ট করে বিতর্কে ICC


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
643

হাস্যকর একটা টুইট পোস্ট করে বিতর্কে জড়িয়ে পড়ল আই সি সি ।বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৮৪ রান করে বেন স্টোকস ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ।বেন স্টোকসের হাতে বিশ্বকাপের পদক তুলে দেন শচীন তেন্ডুলকর ।সেই ছবি আই সি সি টুইটারে পোস্ট করে ।কিন্তু ছবির সাথে লেখেন ‘সর্ব কালের সেরা ক্রিকেটার এবং শচীন তেন্ডুলকর’ ।এর অর্থ হচ্ছে সর্বকালের সেরা ক্রিকেটারের সাথে শচীন তেন্ডুলকর ।অর্থাৎ বেন স্টোকস হল সর্ব কালের শ্রেষ্ঠ ক্রিকেটার এবং তার সাথে শচীন তেন্ডুলকর ।মানে শচীন তেন্ডুলকর বেন স্টোকসের থেকে কম দক্ষতার ক্রিকেটার ।

এর সাথে চোখ মারার ইমেজিও দিয়েছে আই সি সি ।তাহলে কি এটা রসিকতা? সন্দেহ নেই এটা আই সি সি র এটা সর্বকালের সেরা রসিকতা ।শচীন তেন্ডুলকর যার টেস্টে ১৬০০০ এর অধিক রান, একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৮০০০ এরও বেশি রান, আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি, সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ।এমন এক অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার এর সাথে মাত্র ৬০০০ এর একটু বেশি আন্তর্জাতিক রান কারী ক্রিকেটারের তুলনা করে তাকে ছোট করা আই সি সি র জঘন্য ও আজব টুইট ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট