তৃণমূলের পার্টি অফিস সিপিএমকে উপহার ! 


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
707

অনেকটাই অন্য পথে অনুব্রত মন্ডল, তৃণমূলের পার্টি অফিস সিপিএমকে উপহার! অনুব্রত মন্ডল বেছে নিলেন যে বিজেপিকে দমন করতে হলে পার্টি অফিসে আনতে হবে সিপিএমকে। তাই এই গেরুয়া শিবিরের উত্থান রুখতে তৃণমূল মঙ্গলবার সিপিএমকে তাদের পার্টি অফিস ফিরিয়ে দিল। আর চলতি বছরে তৃণমূল বোলপুরের রায়পুর-সুপুর পঞ্চায়েতের রজতপুরে সিপিএমের পার্টি অফিস দখল করেছিল।

তৃণমূলের স্থানীয় নেতারা মিলে সেই পার্টি অফিস আনুষ্ঠানিকভাবে তুলে দিল সিপিএমের হাতে। তৃণমূলের এই পদক্ষেপে সিপিএম কর্মীরা বেজায় খুসি হলেন। সিপিএম কর্মীরা এখনও পর্যন্ত ১৭০টিরও বেশি পার্টি অফিস পুনরায় নিজে দের দখলে আনতে পেরেছে । তবে এ সব তথ্য রাজ্যের সিপিএম নেতাদের কাছে নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট