সম্বলহীন মহিলাদের বাড়ির তৈরির ক্ষেত্রে মাঝে ‘ভূত’ ঢুকে পড়ছে বলে বৈঠকে বলেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
540

ঝাড়গ্রাম : বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সংখ্যালঘু বিষয়ক বৈঠকে এমনই কথা বলেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল। তিনি বলেন,‘এক্ষেত্রে সরকারের, জেলাশাসকের, বিডিওদের সদিচ্ছা রয়েছে সারা রাজ্যে। কিন্তু আমি সারা জেলায় ঘুরে দেখেছি মাঝে ভূত বা অন্য কেউ ঢুকে পড়ছে। যার ফলে একবারে তলায় যে মানুষটির জন্য প্রাপ্য সে বঞ্চিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে একথায় মনে হয়েছে। ঝাড়গ্রাম এসে সে কথা বললাম। জেলা প্রশাসনের কর্তাদের বলব আপনারা এক্ষেত্রে সব সময় অ্যালার্ট থাকবেন।’ জেলাশাসকের সিধু-কানু হলে বৈঠকে হাজির ছিলেন কমিশনের সদস্য জায়দুল ইসলাম খান, বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম, জেলাশাসক আয়েশা রানি এ, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ জেলার সব বিডিও ও জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক ইয়াসমিন বারি প্রমুখ। বৈঠক শেষে জেলার কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট