কলিকাতা সহ জেলার বিভিন্ন স্থানে ভূমিকম্প,আতঙ্কিত এলাকাবাসীরা


শনিবার,০৩/০৮/২০১৯
1185

কলিকাতা:- আবারও ভূমিকম্প দেখাগেল কলিকাতা সহ জেলার বিভিন্ন স্থানে। শনিবার ঠিক বিকেল ৪:৩০ টা নাগাদ এই কম্পন অনুভূত হয় ।যদিও ভূমিকম্পের সময়কাল খুবই কম ছিল ।তবে তীব্রতা ছিল যথেষ্ট ।সাময়িক ঘটে যাওয়া এই তীব্রতায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন ।তবে এদিনের কম্পনের মাত্রা কত ছিল, উৎসস্থল কোথায়, ক্ষয়ক্ষতিই বা কতটা হল, এসব সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ বিশেষজ্ঞদের একেবারে প্রাথমিক অনুমান, উত্তর ভারতের কোনও অঞ্চল কম্পনের কেন্দ্র৷ যার প্রভাবে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তও৷ এর আগে ২০১৫ সালে ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ তবে সেবার কম্পন আরও বেশিক্ষণ স্থায়ী ছিল৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট