কর্পোরেশন অভিযান হকারদের


শুক্রবার,০৯/০৮/২০১৯
702

আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় হকার আইন অবিলম্বে চালু করার দাবিতে বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশন অভিযানে সামিল হন সিটু অনুমোদিত স্ট্রিট হকার্স ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে টাউন ভেন্ডিং কমিটি গঠন করার দাবি জানান তারা। এদিন ধর্মতলা লেনিন মূর্তির সামনে থেকে মিছিল করে কয়েকশো হকার কর্পোরেশনের সামনে হাজির হন। ন দফা দাবিতে সোচ্চার হন তারা। কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দেয়া হয় হকার ইউনিয়নের পক্ষ থেকে।

এদিন সিটুর হকার ইউনিয়নের নেতারা অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটাই রক্ষা করা হয়নি। নির্বিঘ্নে হকাররা যাতে তাদের ব্যবসা করতে পারেন তা নিশ্চিত করবার জন্য দাবি জানান তারা। পুলিশি হয়রানির জেরে স্ট্রীট হকার দের অপদস্ত হতে হচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন হকার নেতারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট