জম্মু-কাশ্মীর সংশোধনে কেন্দ্র সাফল্যের পর উপ-রাজ্যপাল স্তরে কোন IPS ?


রবিবার,১১/০৮/২০১৯
1180

জম্মু-কাশ্মীর সংশোধনে কেন্দ্র সাফল্যের পর উপ-রাজ্যপাল স্তরে কোন IPS ? আলোচনায় আরও নাম! কেন্দ্র সরকারের জম্মু-কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদ্ধোগ এবার পূর্ন হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। আর এবার এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় সরকার কাকে এই উপ-রাজ্যপাল পদে নিয়গ করবেন। তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। কিন্তু সেই সাথে সাথে দুজনের নাম সামনে এসেছে। একটি রিপোর্ট থেকে জানাগিয়েছে, অবসরপ্রাপ্ত IPS বিজয় কুমার এবং কেন্দ্রীয় আমলা দীনেশ্বর শর্মা এই দুজনের মধ্যে কোনো এক জনকে কেন্দ্র নির্বাচন করবেন। আর তার হাতে সমগ্র উপত্যকার আইন-শৃঙ্খলার দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও জানাগিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পরামর্শদাতা হিসাবে ছিলেন অবসরপ্রাপ্ত IPS বিজয় কুমার। এমনকি তিনি জম্মু-কাশ্মীরে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের রাজ্যপালের প্রধান পরামর্শদাতা ছিলেন। আন্যদিকে ইনটেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাও জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল হওয়ার তালিকায় রয়েছে । ২০১৭-তে উপত্যকায় কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ছিলেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট