“ফের একবার কমল ফুল খিলাও,আগার কাম নেহি কিয়া তো দো ফুল নিশান পর বটন দাবাও” : শুভেন্দু অধিকারি


মঙ্গলবার,২৭/০৮/২০১৯
907

পশ্চিম মেদিনীপুর : “ফের একবার কমল ফুল খিলাও,আগার কাম নেহি কিয়া তো দো ফুল নিশান পর বটন দাবাও” খড়গপুরের রেলের ডিআরএম অফিসে বিক্ষোভে এসে বললেন মন্ত্রী শুভেন্দু অধিকারি।খড়গপুর এর সার্বিক উন্নয়নে রেল খড়গপুর পৌরসভার সঙ্গে কোনো সহযোগিতা করছে না এই অভিযোগ দীর্ঘদিনের ছিল শাসকদলের।খড়গপুর পৌরসভা এলাকার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই কারণে রেলের আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে মন্ত্রী শুভেন্দু অধিকারি।

একইসাথে তিনি এদিন রেলের অনুন্নয়ন নিয়ে খুব শীঘ্রই কলকাতায় জিএম অফিস ঘেরাও সেখানে না কাজ হলে দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থান করবেন তিনি। এদিনের ঘেরাও অবস্থানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, জেলা সভাপতি অজিত মাইতি, সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। গত তিন বছরে খড়গপুর এর বিধায়ক দিলীপ ঘোষের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন শুভেন্দু অধিকারী।খড়গপুর এর রেলের বস্তি উন্নয়ন রেলের কোয়ার্টারে উন্নয়নসহ খড়গপুর এর সার্বিক উন্নয়নে রেল খড়গপুর পৌরসভার সঙ্গে সহযোগিতা করছে না এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বিধায়ক দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন আসন্ন তার আগে তৃণমূলের এই কর্মসূচি অনেকটাই রাজনৈতিকভাবে মাইলেজ পাবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট