OnePlus-এর স্মার্ট টিভির ইমেজ ফাঁস হল


বৃহস্পতিবার,২৯/০৮/২০১৯
1198

ফাঁস হল OnePlus-এর স্মার্ট টিভির ইমেজ। সংস্থার তরফ থেকে জানা গিয়েছিল যে, ভারতীয় বাজারে OnePlus দুর্দান্ত ফিচার্সের স্মার্টফোনের পর এবার স্মার্টটিভি আনছে। সংস্থা গত সেপ্টেম্বরে OnePlus স্মার্ট টিভি কথা প্রথম ঘোষণা করেছিল। আর ইতিমধ্যে জানাগেল এই স্মার্ট টিভির প্রতিছবি।

বুধবার OnePlus-এর CEO পিট লউ টুইটের মাধ্যমে সোশ্যালে পোস্ট করছিলেন OnePlus স্মার্ট TV-এর ছবি। জল্পনা হলেও এই স্মাট টিভিতে থাকতে পারে Alexa বা Google Assistant-এর মতো AI সফ্টওয়ার, 5.0 ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়াও 4K HDR সাপোর্ট, অ্যান্ড্রয়েড OS। তবে OnePlus-এর তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, জানা গিয়েছে যে আগামী 26 সেপ্টেম্বর বাজারে আসতে পারে OnePlus-এর স্মার্ট টিভি।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট