VIVO Z1x pro নিয়ে আসছে VIVO


বৃহস্পতিবার,২৯/০৮/২০১৯
956

vivo z1pro-এর পরে ভারতীয় বাজারে vivo z1x pro নিয়ে আসছে vivo। এবার সংস্থা তাঁর z সিরিজের এই নয়া স্মাটফোন এর কথা ঘোষনা করেছে। যা আগামী 6 সেপ্টেম্বর লঞ্চ হবে বলে জানাগিয়েছে। সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে vivo z1x pro চালু হওয়ার পরে ফ্লিপকার্টের সঙ্গে একচেটিয়া গাঁটছাড়া বাঁধতে পারে। আর জানাগিয়েছে এই vivo z1x pro হ্যান্ডসেটির স্পেসিফিকেশন। এতে থাকছে ৬.৩৮ ইঞ্চি ওয়াটারড্রপ নচ আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে। 48-মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, 4,500 এমএএইচ ব্যাটারি সহ 22.5W ফাস্ট চার্জিং। আর থাকছে ৬ জিবি ও ৮ জিবি RAM-এর ভেরিয়েন্ট। এবং থাকছে Android 9 pie অপারেটিং সিস্টেম। vivo z1x pro-এর দাম ১৪,৯৯৯ টাকার আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Loading...

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট