দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতিসহ ছ’জন


বুধবার,০৪/০৯/২০১৯
456

রায়গঞ্জ:  দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতিসহ ছ’জন ৷ চোপড়ার ধূলিগাঁও মোড়ের ঘটনা ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে চোপড়ার দাসপুর, লক্ষ্মীপুর এলাকায় 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷ দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া, লক্ষ্মীপুরসহ বেশকিছু এলাকা কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত ৷ রাজনৈতিক হানাহানি ও এলাকায় শান্তি স্থাপনের উদ্দেশে ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক চোপড়া ব্লকের কংগ্রেস নেতৃত্বকে ডেকে পাঠান । গতকাল সন্ধে নাগাদ চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়ের নেতৃত্বে ছ’জনের প্রতিনিধিদল পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ধুলিগাঁও এলাকায় একদল দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁদের পথ আটকায় ।

গাড়ি থেকে কংগ্রেস নেতাদের নামিয়ে তাঁদের মারধর করে দুষ্কৃতীরা । দুস্কৃতীদের হামলায় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়, ফারাজুল মাস্টার, কাবুল, মসির ডাক্তারসহ মোট ছ’জন গুরুতর জখম হন ৷ তাঁদের প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানে থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আরও পড়ুন : কাটমানিসহ একাধিক অভিযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে বিধানসভায় সরব মোহিত সেনগুপ্তদেখুন ভিডিয়োএই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত বলে অভিযোগ তুলেছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় ৷ তাঁর অভিযোগ, তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই হামলা চালায় ৷

যদিও ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির আবেদিন বলেন,” এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় ৷ ওঁরা রাত 11টা নাগাদ বাড়ি ফিরছিলেন, দুষ্কৃতীরাই তখন এই ঘটনা ঘটায় ৷ ছিনতাই করতে গিয়ে তাঁদের মারধর করে ৷”কংগ্রেস নেতাদের মারধরের প্রতিবাদে বনধএই ঘটনার প্রতিবাদে চোপড়ার লক্ষ্মীপুর, দাসপাড়ায় আজ 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷ আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বনধ সমর্থনকারীরা ৷ তবে বনধ ঘিরে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷ কংগ্রেস নেতৃত্বদের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট