বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল


শনিবার,০৭/০৯/২০১৯
798

বিদিতা ঘোষ,কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার বিকালে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা। শুক্রবার যে অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল তার থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারেননি চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার 2 ইউনিট রক্ত দেওয়া হয়। এদিন সন্ধ্যায় আরও এক ইউনিট রক্ত দেওয়া হবে। চিকিৎসায় সবধরনের সহযোগিতা করছেন বলে এদিন জানিয়েছেন চিকিৎসকরা। কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় অক্সিজেন দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

এদিন কলকাতার উডলান্ডস হাসপাতালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। সকালে তাঁকে দেখে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য সহ অনেকেই। বিকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে আসেন বিজেপি সাংসদ তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন সেই কামনা করি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট