মুর্শিদাবাদকে হারিয়ে সেমিফাইনালে নদিয়া


রবিবার,০৮/০৯/২০১৯
700

পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বিভাগে মুর্শিদাবাদ জেলাকে হারিয়ে সেমি ফাইনালে উঠল নদিয়া। নদিয়ার স্কুল কবাডি টিমের ছাত্ররা দাপটের সঙ্গে খেলে মুর্শিদাবাদকে পরাস্ত করে। সামনে নদিয়ার প্রতিপক্ষ মালদা জেলা। স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কবাডি বিভাগে নদিয়ার এই সাফল্যে খুশি জেলার ক্রীড়ামোদী মানুষ। নদিয়া টিমের অন্যতম সদস্য রাউতাড়ি হাইস্কুলের দুই ছাত্র। শিক্ষকদের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্র দুইজনকে তো বটেই, নদিয়া টিম কে রাউতাড়ি হাই স্কুল(উ:মা:) এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানানো হয়েছে। ফেসবুকে বিদ্যালয়ের শিক্ষক বিজয় পাল লিখেছেন, আজ মুর্শিদাবাদকে হারিয়ে তারা, টিম নদিয়া সেমিফাইনালে পৌঁছল। যেখানে নদিয়া, মালদহ এর সাথে মাঠে নামবে ফাইনাল এর দিকে এগোতে….।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট