খোঁজ মিলল নিখোঁজ ল্যান্ডার বিক্রমের! নেই বেতার সংযোগ


রবিবার,০৮/০৯/২০১৯
546

খোঁজ মিলল নিখোঁজ ল্যান্ডার বিক্রমের! নেই বেতার সংযোগ। এদিন অর্থাৎ শুক্রবার মাঝ রাতে নিখোঁজ হয়ে ছিল চন্দ্রযান-দুইয়ের ল্যান্ডার বিক্রম। আর আজ নিখোঁজ বিক্রমের খোঁজ মেলার সঙ্গে সঙ্গে চন্দ্র অভিযান নিয়ে ফের বুক বাঁধছে গোটা দেশ। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, অরবিটারের ক্যামেরায় বিক্রমের ছবি ধরা পড়েছে। এই হারিয়ে যাওয়া বিক্রমের ইমেজ গুলি সবই থার্মাল ইমেজ। তাতে যা দেখা যাচ্ছে, বিক্রম একেবারেই অক্ষত আছে। কিন্তু এখনও পর্যন্ত তার থেকে মিলছে না কোনও বেতার সংযোগ। তবে সে কোথায় নেমেছে, তার খবর যখন পাওয়া গিয়েছে। তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। তবে ইসরোর বিজ্ঞানি দের কাছে এখনও পর্যন্ত জল্পনা হয়ে রয়েছে যে রোভার প্রজ্ঞান-সহ ল্যান্ডারটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছে নাকি শুধুই সংযোগ ছিন্ন হয়েছে, তা খতিয়ে দেখছে ইসরো।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট