সৌরবি টুডুই


সোমবার,০৯/০৯/২০১৯
1102

সৌরবি টুডুই
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

সম্বল মোর দুই কাঠা ভুঁই
দানিলাম তাহা রায়নাতে।
কচি মুখের হাসি দেখে
হাসিব হেথায় আমি।
তাদের জ্ঞানের আলোয়
দেখিব এই ভুবনখানি।
মূর্খ যে আমি জন্ম
আদিবাসী পাড়ায়।
অসহায়, দরিদ্র
বঞ্চিত জ্ঞানের আলো হতে।
পাড়ায় পাড়ায় চৌলায় মদে
ধ্বংস বহু মানব সংসারের।
প্রয়োজন নেই মদের
অন্ন শিক্ষা চাই আমাদের।
চোখ থাকতে অন্ধ যে আমি,
আমি সৌরবি টুডুই
দানিলাম মোর দুই কাঠা ভুঁই
জ্ঞানের প্রদীপ প্রজ্বলনে।

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট