লেবুতলার সোনার প্রতিমার পর চমক থিম সংয়েও


সোমবার,১৬/০৯/২০১৯
901

বিদিতা ঘোষ, কলকাতা: উত্তর কলকাতার সেরা দুর্গাপুজো বললে প্রথমেই নাম আসে সন্তোষ মিত্র স্কয়ারের। প্রতি বছরই কোনো না কোনো চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হন পূজা উদ্যোক্তারা। ব্যতিক্রম ঘটছে না এবারও। এবছর মণ্ডপে শোভা পেতে চলেছে সোনার প্রতিমা। পুজো উদ্যোক্তাদের এই ঘোষণায় ইতিমধ্যেই কৌতুহলী আমজনতা। তারই মধ্যে পুজোর থিম সং এর উদ্বোধন হলো রবিবাসরীয় বিকেলে।

আর থিম সং এর অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোর অন্যতম কর্তা প্রদীপ ঘোষ দাবি করলেন কলকাতা দুর্গা পুজোর সেরা সেরা তারাই।
এ পাড়ারই ছেলে প্রতনু খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন। থিম সং এর উদ্বোধনী মঞ্চে প্রতনুর মায়ের হাতে লক্ষাধিক টাকা অর্থ সংগ্রহ করে দেন ক্লাব কর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট