ভারতে জন্য আকাশপথ খোলার আবেদন খারিজ করলো পাকিস্তান


শুক্রবার,২০/০৯/২০১৯
1109

ভারতে জন্য আকাশপথ খোলার আবেদন খারিজ করলো পাকিস্তান। ভারত সরকার মার্কিন সফরের জন্য পাকিস্তানের কাছে আকাশপথ ব্যবহারের আবেদন করলে। সেই আবেদন খারিজ করে দিল পাকিস্তান।

আর পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন যে ভাতের জন্য কোনো আকাশপথ খোলা হবেনা। এমনকি দিল্লি এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল। সে বারও এই ধরনের আবেদন খারিজ করেছিল পাকিস্তান। তবে এই উড়ান কোনও বাণিজ্যিক উড়ান নয়। এটি একটি ভিআইপি উড়ান। যে কারণে আন্তর্জাতিক রীতিনিতি মেনেই মোদী সরকারের আগামী মাসে মার্কিন সফরের জন্য পাক প্রশাসনের কাছে সে দেশের আকাশপথ ব্যবহারের আবেদন করেছিল ভারত। সেই আরজি পাকিস্তান খারিজ করে দেওয়ায় অনেকটা ঘুর পথে দিল্লি থেকে ফ্লাঙ্কফুট যেতে হবে প্রধানমন্ত্রীকে। আর এই জন্য ৪৫ থেকে ৫০ মিনিট বেড়ে যেতে পারে যাত্রা পথের সময় ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট