এবার TikTok-কে চ্যালেঞ্জ জানাতে আসছে নয়া অ্যাপ। ভারতীয় সোশ্যাল যগৎতে খুব অল্প সময়ের মধ্যে চিনা ভিডিয়ো শেয়ারিং অ্যাপ TikTok নিজেকে প্রতিস্টার যগৎতে আনতে পেরেছে। অন্যন্য ভিডিয়ো শেয়ারিং অ্যাপসদের তুলনায়। আর এই সোশ্যাল জয়েন্ট TikTok বিষেশ করে কমবয়সী ভারতীয়দের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। হস্যরত্মক ভিডিয়ো বানিয়ে সোশ্যালে পোস্টের মাধ্যমে ফলোয়ার বাড়ানোর চেষ্টায় মেতেছেন নেটিজেনরা। আর এবার মার্কিন মুলুকের ক্যালিফর্নিয়ার সংস্থা লুপ নাও টেকনলজি নির্মীত ফায়ারওয়ার্ক (Firework) অ্যাপ TikTok-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। যেখানে ৩০ সেকেন্ডের নিজস্ব ভিডিয়ো বানিয়ে শেয়ার করা যাবে।
TikTok-কে চ্যালেঞ্জ জানাতে আসছে নয়া অ্যাপ
বৃহস্পতিবার,২৬/০৯/২০১৯
1019