অবিশ্বাস্য দামে মধ্যবিত্তের জন্য লঞ্চ হবে নতুন iPhone


শনিবার,০৫/১০/২০১৯
885

অবিশ্বাস্য দামে মধ্যবিত্তের জন্য লঞ্চ হবে নতুন iPhone । আমরা জানি যে Apple-এর যে সমস্ত ফোন গুলি রয়েছে সে গুলির দাম সাধারণত আকাশছোঁই হয়। আর এবার অনেক কমদামে লেটেস্ট হার্ডওয়্যার দিয়ে iPhone SE 2 ফোন লঞ্চ করতে চলেছে Apple। সম্প্রতি Apple আওমীক্ষক মিং চি কুও জানিয়েছেন যে 2020 সালের মার্চ মাসের আগে এই নয়া ফোন লঞ্চ হবে। তবে কয়েক বছর আগে Apple লঞ্চ করেছিল iPhone SE ফোন। আর এই দাম ছিল সাধ্যের মধ্যে।

সেই পথে হেঁটে এবার iPhone। তবে iPhone SE ফোনে যে সমস্ত ফিচার্স ছিল তার থেকে কিছুটা ফিচার্স পরিবর্তন করতে পারে এই iPhone SE 2 ফোনে। থাকতে পারে 4.7ইঞ্চি LCD ডিসপ্লে,লেটেস্ট A13 Bionic চিপসেট হার্ডওয়্যার, সাথে থাকবে 3GB RAM। 2016 সালে লঞ্চ হওয়া iPhone SE তে A9 চিপ ব্যবহার হয়েছিল। iOS13 অপারেটিং সিস্টেম চলতে পারে।সংস্থা মনে করছে 2020 সালে বিশ্বব্যাপী 3 কোটি থেকে 4 কোটি iPhone SE 2 বিক্রি হতে পারে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট