Android-এর পরে iOS ইউজারদের জন্য নতুন ফিচার্স নিয়ে এল Truecaller


রবিবার,০৬/১০/২০১৯
926

Android-এর পরে iOS ইউজারদের জন্য নতুন ফিচার্স নিয়ে এল Truecaller । Truecaller Voice পরিষেবা Android গ্রাহকদের জন্য জুন মাসে শুরু হয়েছিল। আর এবার Truecaller কলিং পরিষেবায় কল ওয়েটিং ফিচার্স নতুন যোগ করেছে। যার মাধ্যমে সব Truecaller গ্রাহকরা ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ‘অফুরান্ত’ ভয়েস করতে পারবেন। তবে এবার iOS গ্রাহকদের জন্যেও এই কল ওয়েটিং ফিচার নিয়ে এল Truecaller। এমনকি এই নতুন ফিচার্সে Truecaller Voice আপডেটে কলার আইডি লঞ্চ হয়েছে। ফোনে নম্বর সেভ না থাকলেও কলারের পরিচয় জানা যাবে। আর কল ওয়েটিং ফিচার্সে রয়েছে গ্রাহকদের জন্য দ্বিতীয় কল সম্পর্কে নির্দেশিকা, সেক্ষেত্রে আগের কল থামবে না। অ্যাপ থেকে কল ওয়েটিং এর তথ্য গ্রাহককে জানিয়ে দেবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট