Viewsonic এবার 49,000 টাকায় 32-ইঞ্চির বাঁকানো মনিটর লঞ্চ করেছে


সোমবার,০৭/১০/২০১৯
816

Viewsonic এবার 49,000 টাকায় 32-ইঞ্চির বাঁকানো মনিটর লঞ্চ করেছে। Viewsonic 49,000 টাকায় ভারতে VX3258-2KPC-mhd বাঁকানো মনিটর চালু করেছে। মনিটরটিতে 1920 x 108032 রেজোলিউশন সহ 32-ইঞ্চির এইচডি স্ক্রিন রয়েছে। আর আপনার গেমিং এবং বিনোদন কথা মাথায় রেখে এই মনিটরটি চালুকরা হয়েছে। তবে বাঁকা স্ক্রিনের পাশাপাশি, মনিটরে বিশাল ল্যান্ডস্কেপ দেখার জন্য 3-পক্ষযুক্ত সীমান্তহীন নকশার সেটাপ রয়েছে।

আর এই 32 ইঞ্চি স্ক্রিন ডাব্লুকিউএইচডি 2560 এক্স 1440 রেজোলিউশনে কাজ করে। এটিতে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, এবং এতে 144Hz রিফ্রেশ রেট এবং এএমডি ফ্রিসিঙ্ক প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি রয়েছে।আর মনিটরের অন্যতম একটি বৈশিষ্ট্য হল আরও ভাল গেমিং জন্য স্ক্রিন টিয়ারিং এবং স্টুটরিং নির্মূল করা।

Loading...

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

জানা অজানা

সাহিত্য / কবিতা

সম্পাদকীয়


ফেসবুক আপডেট