নিজস্ব প্রতিবেদনঃ মহা নবমীতে কলকাতার বড় বড় প্যান্ডেল গুলিতে ছিল বহু মানুষের ভিড়। প্রতিমা দর্শন করতে বেড়িয়ে পরেন আট থেকে আশি সকলে। দক্ষিণে চেতলার পাশাপাশি ভিড় বেড়েছে ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, একডালিয়া এভারগ্রিনের মতো পরিচিত তারকা-পুজোতেও। রাত বেড়ে চলার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছিল ভীড়। নবমী নিশিতে মহানগরীর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত ভাসল উৎসব মুখর মানুষের ভিড়ে।
নবমী নিশিতে মহানগরীর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত ভাসল উৎসব মুখর মানুষের ভিড়ে।
মঙ্গলবার,০৮/১০/২০১৯
743
বাংলা এক্সপ্রেস---