আগানী বছর ১৭ সেপ্টেম্বর মহালয়া, ২২ অক্টোবর দুর্গাষষ্ঠী পড়েছে


বুধবার,০৯/১০/২০১৯
965

আগানী বছর ১৭ সেপ্টেম্বর মহালয়া, ২২ অক্টোবর দুর্গাষষ্ঠী পড়েছে। উৎসবপ্রিয় মানুষজন যখন চলতি বছরের দশমীর সিঁদুর খেলা ও বিসর্জন শেষ করে ঘরে ফেরে তখন সবার মনে একটা আবেগ থেকেই যায় যে পরের বছর কবে হবে পুজোর এই হুল্লাড়। জ্যোতির্বিজ্ঞানীদের পঞ্জিকায় ২০২০ সালে মহালয়া তিথিটি পড়েছে ১৭ সেপ্টেম্বর। আর তার ৩৬ দিন পর মহাসপ্তমী। সাধারণত মহালয়া থেকে সপ্তমী তিথি পর্যন্ত সময়ের ব্যবধান থাকে সাত দিনের। কিন্তু পরের বছর তা ৩৬ দিনের ব্যধানে দাঁড়িয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে তার কারণ হল প্রতি ২ থেকে ৩ বছর অন্তর একটি যে এক মাসে দু’টি অমাবস্যা পড়ে সেই মাসকেই সাধারণত বলা হয় মল মাস। আর এই মল মাসে কোনও শুভ কাজও করা হয় না। কিন্তু ২০২০ সালের আশ্বিন মাসেও পড়েছে এমন দুটি অমাবস্যা। তাই ওই মাসটিও মলমাস। সেই কারণেই পুজো পিছিয়ে গিয়েছে কার্তিকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট