দশমীতে বিয়ের পর এই প্রথম সিঁদুর খেললেন অভিনেত্রী বিপাশা বসু


বুধবার,০৯/১০/২০১৯
1294

দশমীতে বিয়ের পর এই প্রথম সিঁদুর খেললেন অভিনেত্রী বিপাশা বসু। কলকাতাতেই এবার সপরিবারে পুজো কেটালেন অভিনেত্রী বিপাশা। পুজো জন্য অষ্টমীতেই কলকাতাতে ফেরেন তিনি। সাঙ্গে আর স্বামী কর্ণ সিংহ গ্রোভারও রয়েছে। আর এদিন অর্থাৎ মঙ্গলবার দশমীর সকালে স্বামীর সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠছিলেন বিপাশা। এমনকি তাদে সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন বিপাশার দিদি এবং বোনেরাও। বিপাশা পরিবারের সঙ্গে পুজো কাটানোর মহুর্ত গুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ের পর এই প্রথম সিঁদুর খেলা।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট