পোলেরহাট শ্যামবাজার রুটের বাস ও 91/শ্যামবাজার কাশীপুরের রুটের একটি বাস মুখোমুখি সংঘর্ষ রাজারহাট থানা এলাকায় শিখরপুরের এর কাছে। কাশিপুর শ্যামবাজার (91) বাসের চালক পলাতক ও দুটি বাসের যাত্রী সহ পোলেরহাট শ্যামবাজার চালক আহত। মোট আহত সংখ্যা প্রায় কুড়ি জন তাদের আসংখ্যা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মুখোমুখি সংঘর্ষের ফলে পোলেরহাট শ্যামবাজার রুটের বাস চালক ভিতরে আটকে পড়ে তাকে গ্যাস কাটার দিয়ে কেটে বার করতে হয়েছে।
ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ, ACP ট্রাফিক সহ ট্রাফিক পুলিশ। পরে দমকলের দুটি ইঞ্জিন আসে।