কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করলেন সইফ আলি খান ও করিনা কপুর খান


শুক্রবার,১৮/১০/২০১৯
697

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ সিনেমাজগতে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে অন্যতম সইফ আলি খান ও করিনা কপুর খান। রুপালি পর্দায় তাদের অভিনয় বরাবর প্রশংসিত হয়েছে। তবে এবার রিয়েল লাইফে তাদের সেই অটুট বন্ধন আরও একবার মুগ্ধ করল সিনেপ্রেমীদের। সপ্তম বিবাহবার্ষিকী পালন করলেন সেফ আর করিনা। শেফ করিনার সুখের দাম্পত্য এখন বি টাউনের চর্চিত বিষয়। বহু সিনেমায় তাদের অভিনয় নজর কেড়েছে সিনেপ্রেমীদের। তবে বিয়ের পর এই নিয়ে সপ্তম বিবাহবার্ষিকী পালন করতে দেখা গেল এই জুটিকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট