এবার Vodafone idia home credit-এ 799 টাকায় পাওয়া যাবে স্মার্টফোন ?


বুধবার,২৩/১০/২০১৯
3063

এবার Vodafone idia home credit-এ 799 টাকায় পাওয়া যাবে স্মার্টফোন। Vodafone idia অংশীদারী একটি home credit অফারের কথা ঘোষণা হয়েছে সংস্থার তরফ থেকে। তবে মূল প্রসেস উত্তরহীন রয়েগেছে। জানাগিয়েছে Vodafone idia home credit India একটি আন্তর্জাতিক গ্রাহক ফিনান্স প্রদানকারীর সঙ্গে অংশীদারিত্ব করেছে। যেখানে একটি নতুন স্মার্টফোন পাওয়া যাবে মাত্র 799 টাকায়। আর এই অফারের আওতায় Vodafone idia প্রিপেইড গ্রাহকরা একটি বান্ডিল প্রিপেইড প্ল্যান সহ একটি নতুন 4G স্মার্টফোন কিনতে পারবেন। গ্রাহকরা কেবল 799 রুপির ডাউন পেমেন্ট দিয়ে একটি 4 জি স্মার্টফোন বেছে নিতে পারেন। এমনকি সংস্থাটি দাবি করেছে যে গ্রাহকরা 15,000 টাকার দামের স্মার্টফোনের জন্য এই অফারটি বেছে নিতে পারেন। সে সাথে সাথে বান্ডিলযুক্ত অফারে এসে গ্রাহকরা বিনামূল্যে 100 এসএমএসের সাথে স্থানীয় এবং জাতীয় নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কল পাবেন।

তবে প্রসেস গুলি উত্তরহীন রয়েগেছে, সেগুলি হল-
1) কোনও গ্রাহক কীভাবে এই অফারটি নিতে পারবেন?
2) বান্ডিলযুক্ত প্রিপেইড অফারের জন্য ছয় মাসের পরিকল্পনা শেষ হলে কী হবে?
3) অফারটি অফলাইন না অনলাইনে থেকে গ্রহণ করতে পারবে গ্রাহকরা।
4) এই অফারটি পেতে ডকুমেন্টেশনগুলি কী কী প্রয়োজন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট