পশ্চিম মেদিনীপুর :- আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল। আগামী ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার ৩ আসনে উপনির্বাচন হবে। রাজ্যে জাতপাতের রাজনীতির বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে, আবারও সিপিএম ও কংগ্রেস একজোট হয়ে লড়ার কথা জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার আসন্ন তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন পার্থ। তিনি জানান, খড়গপুর কেন্দ্র থেকে জোড়া ফুলের প্রতীকে লড়বেন প্রদীপ সরকার। তিনি বর্তমানে খড়গপুর পুরসভার চেয়ারম্যান। এই কেন্দ্রের বিধায়ক দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর খালি হয় আসনটি।
Auto Amazon Links: No products found.