নিজস্ব প্রতিবেদনঃ রসগোল্লা কার বাংলার না ওড়িশার এই নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল। বৃহস্পতিবারই দীর্ঘদিনের লড়াইয়ে ইতি টানল চেন্নাইয়ের জিআই আদালত। রসগোল্লা বাংলারই। অর্থাৎ রসগোল্লা যে বাংলারই, তা নিয়ে আর কোনও সংশয় রইল না। রসগোল্লা নিয়ে রয়েছে নানান ইতিহাস। বহুদিন ধরে রসগোল্লা কোথাকার তা নিয়ে সংশয় ছিল বহুজনের মনে। অবশেষে সেই সংশয় আর রইল না। অবশেষে প্রমান হয়ে গেল রসগোল্লা বাংলার।
রসগোল্লা বাংলারই
শুক্রবার,০১/১১/২০১৯
3239
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2019/11/rasgulla_660_072919042848.jpg)
বাংলা এক্সপ্রেস---