কলকাতা: আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এবার কলকাতা চলচ্চিত্র উৎসব ২৫তম বর্ষে পা রাখছে। তাই নতুন আঙ্গিকে সেজে উঠছে চলচ্চিত্র উৎসব।
২৫ তম বর্ষে কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম “জার্মানি”। ভারতের সঙ্গে জার্মানির দীর্ঘ ৯০ বছরের চলচ্চিত্র নির্মাণের যে সম্পর্ক, তাকেই তুলে ধরতে চাইছেন আয়োজকরা। ৫০ বছরে পা রেখেছে সত্যজিৎ রায় পরিচালিত “গুপী গাইন বাঘা বাইন”। এই সিনেমার প্রদর্শন দিয়ে শুরু হবে এবার কলকাতা চলচ্চিত্র উৎসব।
শহরের ১৭টি প্রেক্ষাগৃহে ৭৬টি দেশের ২১৪টি চলচ্চিত্র, ১৫২টি শর্ট ফ্লিম ও তথ্য চিত্র দেখানো হবে এই উৎসবে। এবার বিভিন্ন দেশ থেকে মোট ২,৪৯২টি ছবি থেকে যা বাছাই করা হয়েছে।
এবার রেকর্ড পুরস্কার মূল্য দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চেয়ারম্যান তথা পরিচালক রাজ চক্রবর্তী জানালেন, এবার সেরা চলচ্চিত্র “রয়্যাল বেঙ্গল ট্রফি”র সঙ্গে পাবে ৫১ লক্ষ টাকা। সেরা চলচ্চিত্র নির্মাতা পাবেন ২১ লক্ষ টাকা। ভারতীয় ছবিগুলির মধ্যে সেরা ছবিটিকে পুরস্কৃত করা হবে ৭ লক্ষ টাকা দিয়ে। সেরা পরিচালক পাবেন ৫ লক্ষ টাকা। সঙ্গে হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। সেরা শর্ট ফিল্মের জন্য পুরস্কার মূল্য রাখা হয়েছে ৫ লক্ষ টাকা। এবং সেরা তথ্যচিত্রকে দেওয়া হবে ৩ লক্ষ টাকা। যা শুধু এদেশের নয়, গোটা পৃথিবীর কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বেশি পুরস্কার মূল্য।
রাজ চক্রবর্তী আরও জানান, এবার এমন কিছু দেশ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, যারা হয়তো বছরে খুব বেশি হলে ৫টা সিনেমা বানায়। সেই দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, আফগানিস্তান, আজারবাইজান, উরুগুয়ে, সিরিয়া প্রমুখ। এবারে বিদেশি অতিথিদের ২৪ জন দিকপাল চলচ্চিত্র ব্যক্তিত্ব আমন্ত্রিত থাকছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। বলিউডের একাধিক মহাতারকা হাজির থাকবেন ওই দিন।
২৫ তম বছরে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষ এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারেন। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নেতাজি ইন্ডোর তো ছিলই সেই সঙ্গে নতুন সংযোজন প্রিয়া, বিজলি, অজন্তা, মিনার এবং রাজ্য সরকারের হাত ধরে নতুনভাবে সেজে ওঠা রাধা স্টুডিও।
এদিন শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান তথা বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। সাংবাদিক বৈঠক শেষে তাঁরা ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশ করেন।
সবমিলিয়ে রজত জয়ন্তী বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমে উঠতে চলেছে।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More