ভারতকে ৭ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ


সোমবার,০৪/১১/২০১৯
607

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ রবিবার নয়াদিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে রচিত হল নয়া ইতিহাস। এই প্রথমবার সীমিত ওভারের সিরিজে ভারতকে পরাজিত করল বাংলাদেশ। এদিন শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় টাইগারদের। রবিবার প্রথমে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক। শুরু থেকেই আগ্রাসী বোলিং প্রতিরোধ করতে হিমসিম খায় রোহিত ব্রিগেড। শেষ পর্যন্ত ১৪৮ রানে থামে ভারতের ইনিংস।

 

 

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে সফরকারী দল। বাংলাদেশের মুশফিকুর রহিম , সৌম্য সরকারের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন ‘মিস্টার ডিপেন্ডেবল’। সাকিব-আল হাসান ও তামিম কে ছাড়াই ভারতের বিরুদ্ধে অনায়াসে জয় তুলে নিল টাইগাররা। ভারতীয় বোলাররা এদিন বিপক্ষ দলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার চেস্টা করলেও তা ফলপ্রসু হয়নি।  খলিল আহমেদ এর ওভারে  টানা চারটি বাউন্ডারি মেরে মুশফিকুর রহিম বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট