নিজস্ব প্রতিবেদনঃ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘুর্নি ঝড় বুলবুল। ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, বুলবুল আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে প্রায় ১২০ কিলোমিটারের আশেপাশে। অন্য দিকে, দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, বকখালি— এই সব সমুদ্রসৈকতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। দক্ষিন ২৪ পরগনা সহ দুই মেদীনিপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ, সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে সতর্কতা। এছাড়া দুর্যোগ মোকাবিলায় তৈরি প্রশাসন। ইতিমধ্যে বন্ধ রয়েছে ফেরি পরিষেবা। আজ সকাল থেকেই সমুদ্রে প্রবল জলচ্ছাস, পর্জটক শুন্য দীঘা। সুত্রের খবর কলকাতায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার/ঘন্টা। শনিবার সন্ধ্যাতেই আছড়ে পড়তে পারে বুলবুল। উপকুল এলাকাগুলিতে ইতিমধ্যে ঝোড়ো হাওয়া সাথে অতিভারী বৃষ্টিপাত চলছে। সারাদিন ধরে ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি নবান্নে কন্ট্রোল্ রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিল্যা প্রস্তুত রয়েছে প্রশাসন। বুলবুল মোকাবিলায় ইতিমধ্যে খোলা হয়েছে কন্ট্রোলরুম । দীঘা , শঙ্করপুর ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন রয়েছে।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More