দু’বছর ছাত্র নির্বাচন বন্ধ থাকার পর অবশেষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দিয়ে রাজ্যে শুরু হল ছাত্র নির্বাচন। বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সম্পন্ন হল ছাত্র নির্বাচন। ন বছর পর প্রেসিডেন্সির ছাত্র কাউন্সিল দখল করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। ন বছর ধরে নির্বাচনে একচ্ছত্র রাজ করা ছাত্রদল আইসি কে পিছনে ফেলে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, সহকারি সাধারণ সম্পাদক, সহ গার্লস কমন রুম সম্পাদক পদে বড় ব্যবধানে জয় লাভ করল এসএফআই। অন্যদিকে সি আর পদেও আইসি কে পিছনে ফেলে বেশি আসনে জয়ী এসএফআই প্রার্থীরা।
অপরদিকে 30 বছর পর নির্বাচনে খাতা খুলল আরেক বাম ছাত্র সংগঠন aisf। দিল্লির ছাত্র নির্বাচনে কানাইয়া কুমারের দল সকলকে টেক্কা দিলেও প্রেসিডেন্সির ভোটে খুব একটা নজর কাটতে পারেনি। প্রেসিডেন্সিতে এবারের ভোট ছিল বর্ণময়। বামপন্থীদের দাপট থাকলেও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত নির্দল প্রার্থীরা একাধিক সি আর আসনে জয়লাভ করেছে । এর ফলে আগামীতে প্রেসিডেন্সিতে তৃণমূল ছাত্র পরিষদ শক্তি বৃদ্ধি করতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল এবারের নির্বাচনে। ভোটে বারবার বৃহত্তর বাম ঐক্যের বার্তা বাম দলগুলো দিলেও ছাত্রভোটে দেখা গেল তার ঠিক উল্টো চিত্র। যেখানে নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই বাম দলগুলি। এবং ছাত্রভোটে কংগ্রেসের ছাত্রদল ছাত্র পরিষদের সঙ্গে একসাথে সমঝোতার বার্তা দিয়ে যখন লড়তে চায় বাম ছাত্র দলগুলি তখন প্রেসিডেন্সির নির্বাচনে দেখা যায় অন্য চিত্র। বাইরে বামফ্রন্ট হলেও ছাত্রভোটে দুই বাম দলের ছাত্র সংগঠন এস এফ আই ও এ আই এস এফ লড়াই করল একে অপরের বিরুদ্ধে। ফলে ভবিষ্যতের বৃহত্তর বাম ঐক্যে আদৌ কতটা সম্ভব? তা আরো একবার মনে করিয়ে দিল প্রেসিডেন্সির নির্বাচন।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More