শনিবার সকালে বিজেপি যুব মোর্চার একদল কর্মীর বিরুদ্ধে বিধান ভবনে হামলার অভিযোগ তুলেছিল প্রদেশ কংগ্রেস নেতারা। এর প্রতিবাদে এদিন পাল্টা কর্মসূচি পালন করল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। বিজেপি রাজ্য দপ্তরের ঠিক কাছেই সেন্ট্রাল এভিনিউ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় কয়েকশো যুব কংগ্রেস কর্মী সমর্থক। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে তারা। বেশ কিছুক্ষণ সেন্টাল এভিনিউ অবরোধ করে রাখে কংগ্রেসের যুব সমর্থকরা। রাহুল গান্ধীর রাফেল ইস্যুতে বারবার মুখ খোলার বিরুদ্ধে কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল রাজ্য বিজেপির উত্তর কলকাতার যুব মোর্চার কর্মী-সমর্থকরা। তারই প্রতিবাদে কংগ্রেসের কর্মীরা সেন্ট্রাল এভিনিউয়ে পথ অবরোধ করে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।
বিধান ভবনে হামলার প্রতিবাদে যুব কংগ্রেসের পাল্টা বিক্ষোভ
রবিবার,১৭/১১/২০১৯
594

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: