পশ্চিম মেদিনীপুর : ফের পথ দুর্ঘটনা জাতীয় সড়কে। এবার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় জখম প্রায় ২৫ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার সাঞ্যাপাড়া এলাকায় ৬০ নং জাতীয় সড়কে। স্থানীয় সুত্রে খবর, এদিন বেলদা থেকে দাঁতনগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায়। ঘটনায় ঐ সাইকেল আরোহী যুবক সহ প্রায় ২৫ জন বাস যাত্রী জখম হন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে জখম সাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায়় মারা যান।
নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১
বুধবার,২০/১১/২০১৯
796

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: