হে নবীন দল


শনিবার,২৩/১১/২০১৯
1734

হে নবীন দল
এসকেএইচ সৌরভ হালদার

নব হৃদয়ও কিশোরাই
সুদ্ধ মৃদুময়
হে নবীন দল।

ভাবিয়াছো এক কন্যায়
নবহানি সেথা ভালোবাসা নাই
অপেখা করিয়াছো এই কন্যারি লই
হেথায় নয় এই প্রেমি কন্যা।

সেথা তুমি বুঝ নাই,
দিন-ভোর অপেখা করো
হে আমার নবীন দল
বুঝাও নয় এ কন্যা।
নব অন্চিত এক বৃখময়
পাষান হৃদয়ো,
প্রেম নয় সেথা ছলনা করিনু
তোমারি লয়ে নবীনো দল।।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট