রাজ্যপালকে কেন্দ্রের এজেন্ট বলে কটাক্ষ মহম্মদ সেলিমের


রবিবার,২৪/১১/২০১৯
1105

সেন্টার অফ পিস অ্যান্ড প্রোগ্রেস আয়োজিত এক আলোচনাসভায় যোগ দিয়ে রাজ্যপালকে কেন্দ্রের এজেন্ট বলে কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। তিনি বলেন, কেন্দ্র এ রাজ্যে রাজ্যপালকে নিজেদের মুখ করতে চাইছে। আর কেন্দ্রের কথা মতোই সব রাজ্যে রাজ্যপাল কাজ করেন বলে দাবি করেন সিপিএমের এই কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি আরও বলেন, রাজ্যের মানুষের অনেক সমস্যা রয়েছে। পারলে রাজ্যপাল সেগুলি নিয়ে আলোচনা করুক।
এদিনের আলোচনাসভায় বিজেপি নেতা শিশির বাজোড়িয়া অবশ্য মহম্মদ সেলিমের দাবিকে খারিজ করেছেন।

তিনি বলেন, আসলে উনি সিপিএমের নেতা। তাই অালোচনাসভায় সেলিম সিপিএমের কথা বলেছেন। রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে রাজ্যের রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতা অনুয়ায়ী ঠিক করেছেন বলে জানান এই বিজেপি নেতা। অনুষ্ঠানের অধ্যক্ষ ও পি শা বলেন, রাজ্যপালের সাংবিধানিক কাজ নিয়ে আমরা এদিন আলোচনা করেছি। সব রাজনৈতিক দল ছাড়াও এদিনের অালোচনায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করেছিলেন। অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় অধ্যক্ষ প্রহ্লাদ রয় গোয়েঙ্কা। তিনিও এদিনের অালোচনায় অংশগ্রহন করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট