পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়


বুধবার,২৭/১১/২০১৯
937

পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।ঘটনায় জানা যায় স্থানীয় এলাকাবাসীরা চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝোপ জঙ্গলে ঘেরা মাঠের মাঝে এই বোম গুলি দেখতে পায় ।পরে খবর দেওয়া হয় স্থানীয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে ।পুলিশ বোম গুলি উদ্ধার করে আনে ।পুলিশ সূত্রে খবর বোমগুলি উদ্ধারের সময় তাজা অবস্থায় ছিল না ।মাঝে বেশ কিছুদিন ধরে দাঁতন এর হরিপুর ,সাবড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অশান্তি কে কেন্দ্র করে যে গন্ডগোল হচ্ছিল তাকে কেন্দ্র করে পুলিশি তল্লাশি চলছে জোরকদমে ।তারই ফলে কেউ বা কারা এই বোম গুলিকে মাঠের মাঝে জলা জমিতে ফেলে দিয়ে যায় এমনটাই অনুমান পুলিশ প্রশাসনের । তবে বোম গুলি কে বা কারা ফেলল , এছাড়া এলাকায় যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে সব দিকে কঠিন নজর রাখছে পুলিশ প্রশাসন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট